খেলাধুলা ১৫ অক্টোবর, ২০১৯ ০৮:১৯

বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে আটকে দিল তুরস্ক

স্পোর্টস ডেস্ক ।। 

আক্রমণে আধিপত্য ধরে রাখার পাশাপাশি একের পর এক গোলের সুযোগও তৈরী করছিল ফ্রান্স। কিন্তু তুরস্কের রক্ষণভাগের বাধায় শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না দলটি। ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের।

প্যারিসে সোমবার ইউরোপিয়ান বাছাইয়ের ‘এইচ’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। গোলশূন্য প্রথমার্ধের পর অলিভার জিরুদের গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। নির্ধারিত সময়ের নয় মিনিটে তুরস্ককে জয়ে ফেরান ডিফেন্ডার কান আইহান।

ম্যাচে ৬৪ শতাংশ সময় বল দখলে আধিপত্য দেখায় ফ্রান্স। গোলের জন্য ২৩টি শট নেয় দলটির খেলোয়াড়রা। কিন্তু তুরস্কের ইস্পাত কঠিন রক্ষণের কারণে জালে বল পাঠাতে পারেনি তারা।

আট ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে আছে তুরস্ক।