খেলাধুলা ২৭ আগস্ট, ২০২৫ ১০:৩৮

স্কিন ক্যান্সারে আক্রান্ত সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক, আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক
২০০৬ সালে মুখে স্কিন ক্যান্সারের প্রাথমিক উপসর্গের (নন মেলানোমা লেসন) কথা টের পেয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক। এরপর বিশ্বকাপজয়ী এই তারকা বিভিন্ন দফায় এর চিকিৎসাও নিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে সেসবের আপডেট তথ্য জানিয়ে আসছিলেন ক্লার্ক। নতুন করে ক্যান্সারের একটি অংশ অপসারণের পর তিনি আবেগঘন বার্তা দিয়েছেন।

আজ (বুধবার) ইনস্টাগ্রামে দেওয়া একটি ছবির সঙ্গে ক্লার্ক লিখেছেন, ‘ত্বকের ক্যান্সার এখন বাস্তব ঘটনা, বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ আবার আমার নাক থেকে (স্কিন) ক্যান্সারের একটি অংশ কেটে ফেলা হয়েছে। সবাইকে আন্তরিকভাবে মনে করিয়ে দিতে চাই, আপনার ত্বক নিয়মিত পরীক্ষা করুন। প্রতিরোধই সর্বোত্তম সমাধান, তবে আমার ক্ষেত্রে নিয়মিত চেকআপ আর প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণই মূল।’