খেলাধুলা ৩ নভেম্বর, ২০১৯ ০৮:৩১

বিপ্লবের লেগস্পিনে কোণঠাসা ভারত

স্পোর্টস ডেস্ক।।

বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক ভারত সফরের প্রথম দফার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ (রবিবার) মুখোমুখি হয়েছে দুই দল। এই রিপোর্ট লেখা অবধি ভারতের সংগ্রহ ১২ ওভারে ৩ উইকেটে ৭৫ রান। উইকেটে আছেন, শিখর ধাওয়ান (২৪) এবং রিশব পন্ত (০)। এর আগে স্বাগতিক ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী বাংলাদেশ।

প্রথম ওভারের শেষ বলে লেগ বিফোরের ফাঁদে ফেলে রোহিত (৯) শর্মাকে প্যাভিলিয়নে ফেরান শফিউল ইসলাম। সপ্তম ওভারের তৃতীয় বলে আমিনুল ইসলাম বিপ্লবের বলে অধিনায়ক মাহমুদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন লোকেশ রাহুল (১৫)। ইনিংসের ১১তম ওভারে শ্রেয়াস আইয়ারকে (২২) নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন বিপ্লব।

এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে নাইম শেখের। আর অনুমিতভাবেই দলে আছেন তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বাঁহাতি স্পিনার আরাফাত সানি ও ডানহাতি পেসার আল আমিন হোসেন।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। আর ভারতের অধিনায়কত্বের ভার তুলে দেওয়া হয়েছে রোহিত শর্মার কাঁধে। আর সেই সঙ্গে দলে নেই ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়ার মতো অল রাউন্ডারও। তবে রোহিত শর্মা, লোকেশ রাহুল ও শিখর ধাওয়ানকে নিয়ে গড়া টি-টোয়েন্টি ব্লাস্টরারা ঠিকই আছে স্কোয়াডে।

ভারতের বিপক্ষে ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত মাত্র ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে এই আট ম্যাচের মধ্যে একটিতেও জয়ের দেখা পায়নি টাইগাররা।