খেলাধুলা ৬ নভেম্বর, ২০১৯ ০২:১০

ভারতের বিপক্ষে সিরিজ জয় হবে 'বিশাল অর্জন'

ডেস্ক রিপোর্ট।।

দিল্লির টি-টোয়েন্টি দিয়ে এই ফরম্যাটে ভারতের বিপক্ষে তাদের মাটিতেই প্রথম জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। যে জয় এখন সিরিজ জেতার স্বপ্নও দেখাচ্ছে টাইগারদের। আর এটা করতে পারলে, তা বাংলাদেশের জন্য ‘বিশাল অর্জন’ হবে বলে মনে করছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

ক্রিকেটারদের ধর্মঘট দিয়ে শুরু, এরপর ভারত সফরের প্রস্তুতি ক্যাম্পে সাকিব আল হাসানের না আসা এবং আইসিসি থেকে তার দুই বছরের নিষেধাজ্ঞা পাওয়া— বাংলাদেশের ক্রিকেটে কঠিন এক সময়ই যাচ্ছে। আবার তামিম গেছেন ছুটিতে। এই অবস্থায় ভারতের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিতভাবে বাংলাদেশের ক্রিকেটকে ‘চাঙ্গা’ করতে ভূমিকা রাখবে।

প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জয়ের আত্মবিশ্বাস নিয়ে আগামীকাল (বৃহস্পতিবার) রাজকোটে নামছে বাংলাদেশ। হাতছানি দিচ্ছে ভারতের মাটিতে সিরিজ জয়েরও। আজ (বুধবার) সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে নজর রাখলে, একটি সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেট ও বাংলাদেশ ক্রিকেট দলকে সামনে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আগামীকাল (বৃহস্পতিবার) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। দিল্লির প্রথম ম্যাচ জেতায় তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি নাগপুরে।