স্পোর্টস ডেস্ক ।।
বাংলাদেশ ক্রিকেটের ফিনিশার হিসেবে পরিচিত নাসির হোসেন। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত হলেও জাতীয় দলের জার্সি গায়ে শেষ ওডিআই খেলেছেন জানুয়ারি, ২০১৮ তে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই নাসির এখন কোটি টাকার বিএমডাব্লিউ চড়ে বেড়াচ্ছেন।
প্রায় ১০ বছর আগে গাড়ি চালানো শিখলেও এখন বিসিবিতে আসছেন কোটি টাকার বিএমডাব্লিউ নিয়ে। জাতীয় দলে ফেরার জন্য মরিয়া এখন নাসির হোসেন। করছেন কঠোর অনুশীলন। পায়ের ইনজুরি আক্রান্ত হয়ে মাঠের বাইরে ছিটকে যাওয়া নাসির এখন ইনজুরি কাটিয়ে বিসিরির মাঠে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন।
রংপুরের ছেলে নাসির হোসেন। ১৯ টেস্ট ম্যাচ খেলে যার সংগ্রহ এক হাজার ৪৪ রান। টেস্ট-ওয়ানডের পাশাপাশি টি-টুয়েন্টিতেও দক্ষ এই অলরাউন্ডার।






















