স্পোর্টস ডেস্ক।।
নিজের মনের মত দল না পাওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি বোর্ডকে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন হোসে মরিনহো। ফুটবল ইতিহাসে দলবদলে তার চেয়ে বেশি খরচ করেননি কেউ (মোট ১.৬ বিলিয়ন ইউরো)।
ইচ্ছেমত টাকাকড়ি ঢেলে দল সাজানোর স্বাধীনতা পাওয়াটা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ, আগে বেশ কয়েকবার নিজেই সেটা স্বীকার করেছিলেন মরিনহো। কিন্তু স্পার্সের হয়ে সে স্বাধীনতা পাওয়ার সম্ভাবনা হয়তো ক্ষীণই মরিনহোর।
দায়িত্ব নেওয়ার মাত্র একদিন না পেরুতেই মরিনহোকে সে ইঙ্গিতই দিয়েছেন স্পার্স চেয়ারম্যান ড্যানিয়েল লেভি, জানিয়েছে মেট্রো। নতুন স্টেডিয়াম বানানো এবং গত গ্রীষ্মে এন’দোম্বেলে, লো সেলসো, সেসেনিয়নদের দলে নেওয়ার পর শীতকালীন দলবদলে টাকা খরচ করার সুযোগ নেই স্পার্সের। নতুন ফুটবলার দলে নিতে হলে তাই পুরনোদের কাউকে বিক্রি করা ছাড়া উপায় নেই মরিনহোর সামনে। নতুন ক্লাবে এসে শুরুতেই একটা ধাক্কাই হয়তো খেলেন মরিনহো।
নিজের পছন্দমত স্কোয়াড সাজাতে না পারার কারণেই ম্যানচেস্টার ইউনাইটেড বোর্ডের সাথে দ্বন্দ্বে জড়িয়েছিলেন তিনি। প্রকাশ্যে ফুটবলারদের সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলেছিলেন, হারিয়েছিলেন ড্রেসিংরুমে তার খেলোয়াড়দের থেকে সম্মানও।
উল্লেখ্য, ২০২২-২৩ পর্যন্ত চুক্তি আছে তার, কিন্তু দলবদলের বাজারে পছন্দমত দল সাজানোর স্বাধীনতা না পেলে মরিনহো হয়তো নিজে থেকেই বিদায় নিতে পারেন তারও আগে!






















