খেলাধুলা ২৩ নভেম্বর, ২০১৯ ০৩:২৩

জয়ে টটেনহ্যাম অধ্যায় শুরু হোসে মরিনহোর

স্পোর্টস ডেস্ক।।

টটেনহ্যামে নতুন অধ্যায়ের শুরুটা রাজকীয় জয়ে হতে পারত হোসে মরিনহোর। প্রথমার্ধেই ২-০ গোলে লিড নেয় তার নতুন দল টটেনহ্যাম। দ্বিতীয়ার্ধের শুরুতে ওয়েস্টহামের বিপক্ষে তাদেরই মাঠে আরও এক গোল দেয় স্পার্সরা। ম্যাচের ৪৯ মিনিটের মধ্যে মরিনহোর শিষ্যরা ৩-০ গোলের লিড নেয়। কিন্তু দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে এবং যোগ করা সময়ে গোল খেয়ে শুরুটা রাজকীয় জয়ে হলো না মরিনহোর। খুশি থাকতে হলো ৩-২ গোলের জয় নিয়ে।

মরিনহোর অধীনে টটেনহামের তিন তারকা দক্ষিণ কোরিয়ার সন হিউয়েন মিন, ব্রাজিলের লুকাস মৌরা এবং দলের সেরা তারকা ইংল্যান্ড ও টটেনহাম স্ট্রাইকার হ্যারি কেন গোল করেন। ম্যাচের ৩৬ থেকে ৪৯ মিনিটের মধ্যে দারুণ এক ঝলকে বড় লিড নেয় তার দল। কিন্তু শেষ দিকে আর গোলবার রক্ষা করতে পারেনি তার নতুন শিষ্যরা।

তবে মরিনহো বলে কথা। নতুন অধ্যায়ের শুরুতেও তিনি উস্কে দিয়েছেন ছোট্ট একটা বির্তক। তার শুরুর একাদশে টটেনহাম তারকা এরিকসনকে রাখেননি মরিনহো। তবে তার দল দারুণ জয় পাওয়ায় তা নিয়ে খুব বেশি কথা নিশ্চয় উঠবে না। এ নিয়ে মরিনহো ইউরোপিয়ান লিগের আটটি দলের (চেলসিতে দুই মেয়াদ) কোচের দায়িত্ব নিয়ে শুরুর ম্যাচে জয় তুলে নিলেন। ২০০০ সালে সর্বশেষ বেনফিকার কোচ হয়ে শুরুর পাঁচ ম্যাচে হারের স্বাদ পান হোসে মরিনহো।