খেলাধুলা ২৭ নভেম্বর, ২০১৯ ০৪:২১

বাবা-ছেলের ম্যাচে জয়ের দেখা পায়নি কেউই

স্পোর্টস ডেস্ক।।

সার্কভুক্ত দেশগুলোর দাবাড়ুদের নিয়ে শুরু হওয়া সার্ক দাবা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে মুখোমখি হয় বাবা জিয়াউর রহমান এবং ছেলে তাহসিন তাজওয়ার জিয়া। মঙ্গলবার (২৬ নভেম্বর) বাবা-ছেলের এই ম্যাচে জয় পায়নি কেউই। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান তার ছেলের সঙ্গে ১৫ চালের মাথায় ড্র করতে বাধ্য হন।

মজার বিষয় হলো, টুর্নামেন্টের এবারের আসরে জিয়ার স্ত্রী তাসমিনা সুলতানা লাবণ্যও খেলছেন। জিয়াউর রহমানের বাবা পয়গাম উদ্দিন আহমেদও নামকরা দাবাড়ু ছিলেন।

এদিকে দাবার নতুন উঠতি প্রতিভা মনন রেজা নীড় ড্র করেছেন পাকিস্তানের আন্তর্জাতিক মাস্টার মাহমুদ লোদির সঙ্গে। একইদিন আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ছিল আবদুল মোমিনের কাছে আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন সাগরের হার।

আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান হারিয়েছেন আফগানিস্তানের কানজ আহমেদ শাফিকে। দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে দুই পয়েন্ট নিয়ে ওপেন বিভাগে শীর্ষে আছেন ১৫ জন খেলোয়াড়। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, ফাহাদ রহমান ও আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল।