আইপিএল ধারাভাষ্যে বিরাট কোহলিকে কেন্দ্র করে বাজে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার।
গতকাল কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে বাজে পারফরম্যান্স করাতেই কোহলির সমালোচনায় মুখর ছিলেন গাভাস্কার। বেঙ্গালুরু অধিনায়ক পর পর দুবার লোকেশ রাহুলের ক্যাচ মিস করেছেন। তার পর ব্যাটিংয়েও ছিল বাজে অবস্থা। মাত্র এক রানে আউট হয়ে ফিরে গেছেন সাজঘরে। এর পরেই গাভাস্কার মন্তব্য করে বসেন, ‘এই লকডাউনের সময় বিরাট কোহলি শুধু আনুশকার বোলিংয়েই অনুশীলন করেছে।’
অবশ্য এমন রুচিহীন মন্তব্য বিরাটের অনুসারীরা মোটেও ভালোভাবে নেননি। তারা গাভাস্কারকে ধারাভাষ্যের প্যানেল থেকে বাদ দেওয়ার জোড় দাবি তুলেছেন সামাজিক মাধ্যমে। এর সঙ্গে প্রতিবাদ জানিয়েছেন আনুশকা শর্মাও। রীতিমতো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
এর পরেই গাভাস্কারকে উদ্দেশ্যে করে আনুশকা বলেছেন , ‘আমি আরও জানি, গতকাল রাতে আমার স্বামীর পারফরম্যান্স নিয়ে আপনি আরও অনেক ধরনের ভাষাই প্রয়োগ করতে পারতেন। নাকি আমার নাম ব্যবহার করলেই আপনার কথাগুলো প্রাসঙ্গিক হয়ে উঠে?’






















