খেলাধুলা ৩০ সেপ্টেম্বর, ২০২০ ০২:১০

রিয়ালে নতুন ফুটবলারের প্রয়োজন নেইঃ জিদান

ডেস্ক রিপোর্টঃ

নতুন কোনো ফুটবলারের প্রয়োজন বর্তমানে অনুভব করছেন না রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।

ট্রান্সফার এখনও খেলো রয়েছেইউরোপে খেলোয়াড়দের। অনেক বিশেষজ্ঞরাও রিয়ালকে নতুন ফুটবলার কেনার জন্য পরামর্শ দিচ্ছেন। তবে ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকা জানিয়ে দেন রিয়ালের বর্তমান স্কোয়াড নিয়েই তিনি খুশি।

এক সাক্ষাতকারে জিদান বলেন, আমার কাছে সবসময়ই সেরাটা ছিল এবং মাদ্রিদে সবসময় সেরাকেই প্রাধান্য দেয়। দিন শেষে আমাদের এখনও অনেক খেলোয়াড় রয়েছে। আপনি কি আরও খেলোয়াড় দেখতে চান? কিসের জন্য? তারা সবাই খুব ভালো মানের। আমি সত্যিই তাদের নিয়ে খুশি।