খেলাধুলা ১০ অক্টোবর, ২০২০ ০৮:৩৬

রাজস্থানকে হারিয়ে আইপিএলে শীর্ষে দিল্লি

স্পোর্টস ডেস্ক

কদিন আগে শীর্ষস্থানে উঠেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এবার রাজস্থান রয়্যালসকে উড়িয়ে ফের শীর্ষে উঠে গেল দিল্লি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরে দুর্দান্ত ছন্দে ছুটছে দিল্লি ক্যাপিটালস। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের লড়াইয়ে শক্ত প্রতিপক্ষ হয়ে উঠেছে শ্রেয়াস আয়ারের দল।

শারজায় গতকাল শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে রাজস্থানকে ৪৬ রানে হারিয়েছে দিল্লি। বল হাতে চার ওভারে ২২ রানে দুই উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন অশ্বিন।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে দিল্লি। ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় দলটি। দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় তারা। পাঁচ রান করে জফরা আর্চারের বলে ক্যাচ দিয়ে ফিরে যান শেখর ধাওয়ান।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দিল্লি। ১৩ ওভার পেরোতেই ১০৯ রানে উইকেট হারিয়ে বসে দিল্লি। সেখান থেকে দলকে টেনে তোলেন সিমরন হেটমায়ার। ২৪ বলে এক বাউন্ডারির সঙ্গে পাঁচ ছক্কায় ৪৫ রানের এক ইনিংস খেলেন ক্যারিবীয় ব্যাটসম্যান।

আর শেষ দিকে অক্ষর প্যাটেলের আট বলে ১৭ আর হর্ষল প্যাটেলের ১৫ বলে ১৬ রানের ইনিংসে ভর করে ১৮৫ রানের লড়াইয়ের পুঁজি দাঁড় করায় দিল্লি ক্যাপিটালস।

জবাব দিতে নেমে ১৯. ওভারে ১৩৮ রানে থামে রাজস্থান রয়্যালস। শুরুটা ভালোই করেন যশস্বী জয়সাল জস বাটলার। কিন্তু শুরুর ছন্দ ধরে রাখতে পারেনি দলটি। শেষ পর্যন্ত দিল্লির বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ে রাজস্থানের ব্যাটিং।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন রাহুল তেয়াতিয়া। ৩৬ বলে ৩৪ রান করেন জয়সাল।