স্পোর্টস ডেস্ক
এই আসরের নাম কী? দলগুলোই বা কী নামে পরিচিত হবে? প্রাইজমানি কী থাকবে? ক্রিকেটারদের জন্য কী কোনো ব্যক্তিগত পর্যায়ের পুরস্কার থাকবে?- গত ৬ অক্টোবর সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে এসব প্রশ্ন ছুড়ে দেয়া হয়েছিল।
বিসিবি প্রধানের কাছে জানতে চাওয়া হয়েছিল আসরের নাম ও দলগুলোর নামকরণ নিয়ে। প্রাইজমানি ও ক্রিকেটারদের ব্যক্তিগত পুরস্কার আছে কি না, তা জানতে চাওয়া হয়েছিল বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজনের কাছে। তিনি তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেননি।
বোর্ড প্রধান আর সিইও দুজনই বলেছিলেন, ক্রিকেটারদেরকে তিন দলে ভাগ করে আয়োজন করা এই প্রেসিডেন্টস কাপের আসর আসলে ওয়ার্মআপ, মাঠে ক্রিকেট ফেরানোর আসর। এতে প্রাইজমানি মুখ্য নয়।
তবে শেষ খবর হলো, বিসিবি ঐ অবস্থান থেকে সরে এসেছে। শেষপর্যন্ত এই ক্রিকেটকে মাঠে ফেরানোর আসরকে আকর্ষণীয় ও উপভোগ্য করার উদ্যোগ নেয়া হয়েছে।
খুব বেশি না হলেও প্রাইজমানি আর ব্যক্তিগত পুরস্কার থাকছে প্রেসিডেন্টস কাপে। আজ (শনিবার) দুপুরে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন জানান, ‘আমরা প্রেসিডেন্টস কাপকে আকর্ষণীয় ও উপভোগ্য করে তোলার সম্ভাব্য সবরকম চেষ্টাই করছি।
চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য প্রাইজমানি থাকবে। এছাড়া ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি নগদ অর্থও দেয়া হবে।’
শেরে বাংলায় জোর গুঞ্জন, চ্যাম্পিয়ন দলকে ১৫ লাখ আর রানার্সআপকে ১০ লাখ টাকা দেয়া হবে। আর ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্টও পাবেন অর্থ পুরস্কার।
তবে বিসিবি সিইও অর্থের পরিমাণ জানাতে অপারগতা প্রকাশ করে বলেন, ‘আমরা প্রাইজমানি দেবো। কত দেবো, সেটা বোর্ডের পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়ে দেয়া হবে।’






















