স্পোর্টস ডেস্ক
জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজকে সামনে রেখে ২২ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। ২২ সদস্যের বিশাল দলেও জায়গা হয়নি সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ, শোয়েব মালিক ও মোহাম্মদ আমিরের মতো সিনিয়র ক্রিকেটারদের।
নতুন মুখ হিসেবে রয়েছেন ২০ বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যান আব্দুল্লাহ শফিক। ঘরোয়া ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে অসাধারণ পারফরম্যান্সের কারণেই তিনি নির্বাচকদের নজরে এসেছেন। ১০ ইনিংসে তার সংগ্রহ ছিল ৩৫৮ রান।
এছাড়া চোটের কারণে দলে সুযোগ হয়নি ফাস্ট বোলার হাসান আলী ও নাসিম শাহর।
শোয়েব, সরফরাজদের দলে জায়গা না হওয়া প্রসঙ্গে কোচ মিসবাহ বলেছেন, ‘এসব আসলে কৌশলগত সিদ্ধান্ত। শোয়েবের না থাকার ফলে আব্দুল্লাহ শফিক, হায়দার আলী ও খুশদিল শাহদের খেলার ভালো সুযোগ তৈরি হবে।’
উল্লেখ্য, জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তান ওয়ানডে খেলবে ৩০ অক্টোবর, ১ নভেম্বর ও ৩ নভেম্বর। এর পর ৭, ৮ ও ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
পুরো দল: বাবর আজম, হায়দার আলী, আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক, হারিস সোহেল, আবিদ আলী, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, খুশদিল শাহ, মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ, ইমাদ ওয়াসিম, রোহেল নাজির, শাদাব খান, শাহীন আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মুসা খান, ওয়াহাব রিয়াজ, উসমান কাদের ও জাফর গওহর।






















