অপরাধ ও দুর্নীতি ২৪ অক্টোবর, ২০২০ ০৯:০২

রাজধানীতে মাদকদ্রব্য সহ আটক ৫৮

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে মাদক বিক্রি সেবনের অপরাধে ৫৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সময় তাদের কাছ থেকে ১১ হাজার ৭০৫ পিস ইয়াবা, ৩৩০ গ্রাম ১১৭ পুড়িয়া হেরোইন, ৯৯৭ গ্রাম গাঁজা, এক বোতল বিদেশি মদ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।