অপরাধ ও দুর্নীতি ২৬ অক্টোবর, ২০২০ ০৪:৩৫

সাভারে ধর্ষণের শিকার গার্মেন্টস শ্রমিক

নিজস্ব প্রতিবেদক

সাভারে ধর্ষণের শিকার হয়েছে এক গার্মেন্টস শ্রমিক। ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী।রবিবার রাতে সাভারের দক্ষিণপাড়া এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ বলছে, ধর্ষণের শিকার (৩২) ওই নারী শ্রমিক সাভারে একটি পোশাক কারখানায় চাকরি করে। গতকাল রাতে তাকে দক্ষিণপাড়া এলাকায় একটি পরিত্যক্ত জায়গায় জোর করে ভয়ভীতি হত্যার হুমকি দিয়ে অজ্ঞাত এক ব্যক্তি ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে ওই নারী রাতেই সাভার মডেল থানায় একটি ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেও অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে পারেনি। ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর হয়।

এবিষয়ে সাভার মডেল থানার ওসি অপারেশন আল আমিন বলেন, ধর্ষণকারী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। ভুক্তভোগী ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।