অপরাধ ও দুর্নীতি ৮ নভেম্বর, ২০২০ ০৭:৩৩

নোয়াখালীতে শিশু ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট

ফের নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণের ঘটনা ঘটেছে এবার উপজেলার ছয়ানী ইউনিয়নে আট বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার

শনিবার রাতে ওই শিশুর মা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন নির্যাতিতা শিশুটি স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী

অভিযুক্ত মিলন হোসেন (৩৪) উপজেলার ছয়ানী ইউনিয়নের ২নং ওয়ার্ডের গঙ্গাবর গ্রামের আবুল হোসেনের ছেলে অভিযুক্ত যুবক বর্তমানে পলাতক রয়েছে

পুলিশ পরিবার সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে ঘটনা ঘটে ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে প্রতিবেশী শিশুদের সাথে খেলাধুলা করছিল ওই সময় অভিযুক্ত যুবক তাকে কৌশলে স্থানীয় গঙ্গাবর মাদরাসার ছাদে নিয়ে যৌন নিপীড়ন করে এক পর্যায়ে শিশুটি পানি খাওয়ার কথা বলে দৌঁড়ে পালিয়ে এসে তার পরিবারকে ঘটনাটি অবহিত করে পরে ঘটনায় একই দিন রাতেই নির্যাতনের শিকার শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেন

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় মামলা হয়েছে আসামি গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ