ডেস্ক রিপোর্ট
হবিগঞ্জ শহরে লাইসেন্স ছাড়াই চলছিলো দু'টি প্রাইভেট হাসপাতাল। দু’টি হাসপাতালকেই অবৈধ চিহ্নিত করে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের মালিকদেরও জরিমানা করা হয়েছে। রোববার রাতে এসব তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম।
এর আগে বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা অভিযান পরিচালনা করে হাসপাতাল দুটি বন্ধ করে দেন। হাসপাতাল দুটি হলো- শহরের পুরাতন হাসপাতাল রোডের প্রাইম কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও বাসস্ট্যান্ড এলাকার নিউ লাইফ কেয়ার হাসপাতাল।
অভিযানে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. ওমর ফারুকসহ সদর মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেবাদান এবং মেডিক্যাল প্র্যাক্টিশনার না থাকায় লাইফ কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষকে ৩০ হাজার এবং লাইসেন্স না থাকায় প্রাইম কেয়ার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেসময় প্রতিষ্ঠান দু’টি বন্ধ করে দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, হবিগঞ্জের ৯ উপজেলায় লাইসেন্সবিহীন ৩৫টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। যার ১৬টিই জেলা শহরে। অন্যগুলোর মধ্যে শায়েস্তাগঞ্জ, লাখাই, আজমিরীগঞ্জ, চুনারুঘাটে একটি করে, বাহুবলে দুইটি, নবীগঞ্জে দুইটি, মাধবপুরে আটটি এবং বানিয়াচং উপজেলায় রয়েছে তিনটি।
এগুলোর মধ্যে লাইসেন্স পাওয়ার জন্য আবেদনই করেনি আটটি। বাকি ২৭টি প্রতিষ্ঠান অনলাইনে আবেদন জমা দিলেও তারা জমা দেয়নি সরকারি চালানের টাকা।






















