অপরাধ ও দুর্নীতি ১৪ নভেম্বর, ২০২০ ১১:৫৭

বগুড়ায় মাদক মামলা

পলাতক দুই আসামিসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় জেলা পুলিশ ও দুপচাঁচিয়া থানা পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এদের মধ্যে ১০ মাদক মামলার পলাতক দুই আসামি রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

বগুড়া জেলা ডিবি পুলিশের ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, গোয়েন্দা বিভাগের (ডিবি) বিশেষ অভিযানে মাদকসহ তিনজন গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ১০ মাদক মামলার পলাতক নারী আসামি রেহেনা। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে মাদকসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-বগুড়া সদরের গোকুল এলাকার জিহাদ (১৯), সারিয়াকান্দি উপজেলার মিলন মিয়া (২৫) ও বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ার রেহেনা বেগম (৫২)। গ্রেফতার তিনজনই পেশাদার মাদক ব্যবসায়ী। জিহাদের কাছ থেকে ১০ ফেন্সিডিল, মিলনের কাছ থেকে ১ কেজি গাঁজা ও রেহেনার কাছ থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বগুড়ার দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী জানান, পবন সরকার ১০টি মাদক মামলার আসামি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।