ডেস্ক রিপোর্ট।।
রাজধানীর মিরপুরের রূপনগর থানাধীন দুয়ারীপাড়ায় সুমন নামের এক ব্যক্তিকে ঘরে প্রবেশ করে গুলি করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ঢাকা মহানগরের সভাপতি মনির হোসেন মোল্লা। । আজ সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।
এবিষয়ে গুলিবিদ্ধ ব্যক্তির নাম সুমন (৩৩) জানান, আজ দুপুরে হঠাৎ অপরাধী কাদের মোল্লার মামলার বাদী ও মহানগর আওয়ামীলীগের সদস্য আমির হোসেন মোল্লা'র ছেলে আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ঢাকা মহানগরের সভাপতি মনির হোসেন মোল্লা প্রবেশ করে আমাকে লক্ষ করে গুলি করে বেড়িয়ে যায়। গুলি করার পর মনির হোসেন মোল্লা ঘর থেকে আমাকে উদ্দেশ্য করে বলে, বেচে থাকলে যেন এলাকা ছেড়ে চলে যাই।
পরবর্তীতে স্থানীয়দের সহযোগীতায় প্রথমে পল্লবীতে অবস্থিত ইসলামী ব্যাংক হসপিটালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে পুলিশ ঢাকা মেডিক্যালে গিয়ে চিকিৎসা নিতে বলে।
এই বিষয়ে জানতে চাইলে রূপনগর থানার ওসি জানান, আহত ব্যক্তিকে ঢাকা মেডিক্যালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে ইসলামী ব্যাংক হসপিটালে উপস্থিত এসআই মামুন জানান, ইসলামী ব্যাংক হসপিটালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিক্যালে চিকিৎসার জন্য প্রেরণ করা হচ্ছে।






















