নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫৮ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।
অভিযান পরিচালনাকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬৯৭ পিস ইয়াবা, ২৬৩.৫ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ১২ কেজি ১৬০ গ্রাম গাঁজা, দেশী মদ ২৫ বোতল ও ৩৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গতকাল সোমবার রাত ১২টা থেকে আজ মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৪৫টি মামলা রুজু হয়েছে।






















