অপরাধ ও দুর্নীতি ১৪ জানুয়ারি, ২০২১ ০৮:০৩

বরগুনায় গাঁজাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

বরগুনায় আমতলী উপজেলায় ঢাকা থেকে আসা ‘সুন্দরবন-৭’ লঞ্চে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করছে ডিবি পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল ৭টায় বরগুনার আমতলী উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবির ওসি খন্দকার জাকির হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন হাবিবুর রহমান তামিম (২৩) এবং রিয়াজ গাজী (৩৫)। তারা দুই জনই পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা।

ওসি খন্দকার জাকির জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে দুই কেজি গাঁজা নিয়ে আসার খবর শুনে সকালে সুন্দরবন-৭ লঞ্চে অভিযান চালিয়ে হাবিবুর রহমান তামিম ও রিয়াজ গাজী নামে ‘দুই মাদক ব্যাবসায়ীর’ কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তাদের গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।