ডেস্ক রিপোর্ট ।।
রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একাধিক গোয়েন্দা দলের অভিযানে এক স্বামী-স্ত্রী দম্পতির কাছ থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছেন।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একাধিক গোয়েন্দা দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী এলাকার মেয়র হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ি প্রান্ত থেকে তাদের আটক করেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একাধিক গোয়েন্দা দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী এলাকা বিভিন্ন প্রান্তে অবস্থান নেয়। আনুমানিক সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ী প্রান্তের টোল প্লাজার কাছে ফেনী থেকে ঢাকাগামী স্টার লাইনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৩৩৭৮) থেকে দু'জন যাত্রী (স্বামী ও স্ত্রী) কে নামতে দেখে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে; তৎক্ষণাৎ গোয়েন্দা কর্মকর্তাগণ তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান যে, জনাব তাপসী সাহা এর নিকট ৩০টি স্বর্ণের বার রয়েছে। অতঃপর গোয়েন্দা কর্মকর্তাগণ তাদেরকে আইডিইবি ভবন কাকরাইল এর নিচতলায় নিয়ে আসেন। সেখানে উপস্থিত আইডিবি ভবনের ক্লিনার রোকেয়া, সুপারভাইজার মিজান, কোয়ান্টাম কর্মকর্তা জনাব সেলিম মিয়া , কোয়ান্টামে অংশগ্রহণকারী জনাব মো: খোরশেদ আলম ও উপস্থিত বিভিন্ন ব্যক্তির উপস্থিতিতে তাপসী সাহার কোমরে স্কচটেপ মোড়ানো বেল্ট থেকে স্বর্ণের বার সমূহ উদ্ধার করা হয়।
এ সময় মোট ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার প্রতিটির ওজন ১০ (দশ) তোলা করে সর্বমোট ৩০০ তোলা বা আনুমানিক ৩.৫ কেজি। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা।
এ বিষয়ে কাস্টমস গোইয়েন্দা কর্তৃপক্ষ জানান, অধিকতর তদন্ত চলমান রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।






















