ডেস্ক রিপোর্ট
মাদারীপুর জেলার কালকিনিতে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করেছেন মাদকাসক্ত ছেলে।
বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে জেলার কালকিনি উপজেলার ডাসার থানার নবগ্রাম এলাকার দক্ষিণ চলবল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোনেকা ওই গ্রামের রাধেশ্যাম জয়ধরের স্ত্রী। ঘটনার পর পরেই মাদকাসক্ত ছেলে রথিন জয়ধরকে (২৬) আটক করেছে পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে মাদকাসক্ত পুত্র রথিন গাঁজা কেনার টাকা চাইলে তার মা টাকা দিতে অস্বীকার করেন। এ সময় টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে মাকে কুপিয়ে জখম করে ফেলে রাখেন তিনি। এ সময় বাধা দিতে গেলে বাবা রাধেশ্যামকেও পিটিয়ে আহত করেন রথিন। আশেপাশের লোকজন এগিয়ে এসে রথিনের মাকে মৃত অবস্থায় দেখতে পান।
এ সময় স্থানীয়রা রথিন জয়ধরকে আটকে রেখে উপজেলার ডাসার থানা পুলিশের হাতে সোপর্দ করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান বলেন, মাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে রথিন জয়ধরকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।






















