ডেস্ক রিপোর্ট ।।
কক্সবাজার থেকে ১০৯ মামলার পলাতক আসামি গোদাগাড়ীর প্রতারক ইব্রাহিমকে (৪২) গ্রেফতার করেছেন সিআইডি।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি অভিযান চালিয়ে ১০৯ মামলার আসামি ইব্রাহিমকে কক্সবাজার থেকে গ্রেফতার করেন। আটককৃত প্রতারক ইব্রাহিম রাজশাহীর গোদাগাড়ী থানার মহিশাল বাড়ী গ্রামের মৃত ওমর আলীর ছেলে।
সিআইডি ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান এর তত্ত্বাবধানে বিশেষটিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
মামলা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে লালবাগ (ডিএমপি) থানার মামলা নং-৪১, তারিখঃ- ২৮/০৫/২০১৯ খ্রিঃ এবং ধারা-৪২০/৪০৬/৫০৬ পেনাল কোড বহাল রয়েছে।
প্রসঙ্গত, গত ২০১৪/২০১৫ সাল থেকে সাধারণ মানুষকে রাজশাহী গোদাগাড়ীতে মিতা ব্রিক্স, এমএসবি ও বিবিএফ নামক ব্রিক ফিল্ডে ইট উৎপাদন শেষে লভ্যাংশ দেয়ার মিথ্যে আশ্বাস দিয়ে আসছিলো প্রতারক ইব্রাহিম। এছাড়াও, উচ্চ হারে সুদ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে গোদাগাড়ীসহ রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকার শত শত নিরীহ লোকজনকে অর্থ বিনিয়োগ করার লোভ দেখিয়ে আনুমানিক প্রায় ১০০ কোটি টাকা হাতিয়ে নিয়ে গোদাগাড়ী এলাকা থেকে আত্মগোপন করেন তিনি।
এ ঘটনায় গোদাগাড়ীর ক্ষতিগ্রস্থ লোকজনের দায়ের কৃত মামলার আসামি ইব্রাহিম এর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় ১০৯টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
এছাড়াও মামলার বাদী মোঃ শহীদুল ইসলাম ও অন্যান্যদের কাছ থেকে জানা যায়, প্রতারক ইব্রাহিম ২০১৮ সালে ইট ভাটায় বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রায় ৭,৭৯,৪৬,২০০ টাকা আত্নসাৎ করে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।






















