ডেস্ক রিপোর্ট।।
বান্দরবানে পরিচয় গোপন করে পাসপোর্ট করতে গেলে রোহিঙ্গা নারীসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে, বান্দরবান পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত রোহিঙ্গা জোসনা আক্তার ও তার বাবা পরিচয়দানকারী বান্দরবান শহরের শহীদ আলম।
পুলিশ জানায়, জোসনা আক্তার ও শহীদ আলম বান্দরবান পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এলে তাদের আচরণে সন্দেহ হয়। পরে তদন্ত করে রোহিঙ্গা প্রমাণিত হওয়ায় তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।






















