অপরাধ ও দুর্নীতি ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০১:২৬

২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক : সোনাইমুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ জহির উদ্দিন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোনাইমুড়ী পৌরসভাধীন পাপুয়া দক্ষিণ পাড়া সাকিনস্থ কড়ি মিজি বাড়ীতে তার বসতঘরের সামনে থেকে রবিবার সন্ধ্যা ৭টায় অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী পৌরসভার ৩নং ওয়ার্ড পাপুয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। 

থানাসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার সোনাইমুড়ী থানার এস.আই গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জহির উদ্দিন এর বসত ঘরের সামনে থেকে বিক্রয়কালে ২ কেজি গাঁজাসহ তাকে আটক করে। 

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। জহির উদ্দিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান চলমান রয়েছে। 

আমাদেরকাগজ/ এইচকে