অপরাধ ও দুর্নীতি ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ০৪:২৪

পাবনায় দুই ক্লাবে অভিযান, ১৪ জুয়ারি আটক

ডেস্ক রিপোর্ট।। 

পাবনার ঈশ্বরদীতে স্থানীয় দুই ক্লাবে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১৪ জুয়ারিকে আটক করেছে পুলিশ। এসময় ৬০ হাজার টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে স্থানীয় সূর্য সংঘ ক্লাব থেকে ৮ জন ও নামহীন একটি ক্লাব থেকে ৬ জনকে আটক করা হয়। এসময় দুটি ক্লাব থেকে প্রায় ৬০ হাজার টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। 

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর গ্রামের দুই ক্লাবে জুয়া খেলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় পুলিশ। অভিযানে জুয়া খেলার সময় ১৪ জুয়ারিকে হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় আলাদা দু’টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।