ডেস্ক রিপোর্ট।।
ডিএমপি’র কাফরুল থানা পুলিশ মিরপুর ১৪ নম্বর এলাকা হতে বিপুল পরিমান ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে ।
গ্রেফতারকৃতরা হলো- জাহিদ হাসান রুবি(২৮), আমিনুল ইসলাম বুলেট(২৯), সোহাগ মিয়া(৩১), হাবিবুল হাসান অয়ন(২৮) ও ফাতেমা আক্তার কল্পণা(২৮)।
কাফরুল থানা সূত্রে জানানো হয় ২৬ সেপ্টেম্বর, ২০১৯ বিকাল সাড়ে চারটায় মিরপুর-১৪ নম্বরের চ্যাম্পিয়ন বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৬০০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রির জন্য তারা এই ইয়াবা চট্টগ্রাম হতে সরবরাহ করেছে।