ডেস্ক রিপোর্ট।।
ফেনীর সোনাগাজী উপজেলার বাতামতলীতে নিজের নানাবাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন ১৮ বছর বয়সী এক তরুণী।
নির্যাতিতার পরিবার সূত্রে জানা যায়, গেল রোববার তরুণী নানার বাড়ি বাতামতলীতে বেড়াতে আসেন। রাতের বেলায় নানার ঘরের ভাড়াটিয়া বাবলা মিয়া গিয়ার নামক একটি কোমল পানীয় বাড়ির সবাইকে পান করতে দেয়। এতে নানি সালেহা খাতুনসহ বাবলার স্ত্রী ঘুমিয়ে পড়ে। এই সুযোগে বাবলা রাতে তরুণীকে ধর্ষণ করে। সকালে ঘুম থেকে উঠে তরুণী নিজেকে বিবস্ত্র দেখতে পায়। সেইসঙ্গে নানী সালেহা খাতুনের মোবাইল ফোনে বাবলার ধারণ করা একটি অশ্লীল ছবি দেখতে পায়।
এ ঘটনায় নির্যাতিতা তরুণীর মামা কামরুল ইসলাম বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বাবলাকে গ্রেপ্তার করে।
বাবলা দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার হরিরামপুরের আবদুর রশিদের ছেলে। বৈবাহিত সূত্রে সে এই এলাকায় বসবাস করেন।






















