অপরাধ ও দুর্নীতি ৩ অক্টোবর, ২০১৯ ০৯:৩৪

কুড়িগ্রামে সেপ্টেম্বর জুড়ে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ১৭৭ 

ডেস্ক রিপোর্ট ।। 

কুড়িগ্রামে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ১৭৭ জনকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশের বিভিন্ন থানা।

গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৯,২৭৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৬ গ্রাম হেরোইন, ৫৮ কেজি গাঁজা ও ২০৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪২ টি মামলা রুজু হয়েছে।