ডেস্ক রিপোর্ট ।।
রাজধানীর বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে খাদ্যে ভেজাল ও মোড়কের গায়ে তারিখ না থাকায় ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বিমানবন্দর ও উত্তরা এলাকার বাজার তদারকি অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার ও সহকারী পরিচালক মো: মাসুম আরেফিন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
উক্ত এলাকায় বাজার তদারকিকালে মোড়কজাত পণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও এম আর পি না থাকায় থ্রিএস সুপার স্টোরকে ১৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করার জন্য ফায়ার অন আইসকে ২০ হাজার টাকা, রোজেলা রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, গ্রীন ফোর্ক রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সর্বমোট ৪টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে সার্বিক সহায়তা করে ঢাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানিয়েছেন, ভোক্তার স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে।






















