ডেস্ক রিপোর্ট।।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার (৭ অক্টোবর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আওয়ামী লীগ, বিএনপি ও বামপন্থী বেশ কয়েকজন শিক্ষক যোগ দেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী কাব্য কৃত্তিকা বলেন, ‘একজন মানুষকে তার আদর্শিক পরিচয়ের কারণে মেরে ফেলা যায় না। তিনি যদি শিবির করেন আর শিবির করা যদি ঘৃণ্য হয়, তাহলে দেশে আইন আছে। আইন তার বিচার করবে। কাউকে হত্যা করা ছাত্রলীগের কাজ নয়। কেউ যেকোনও আদর্শেরই হোক না কেন, নাস্তিক বা শিবির বলে তাকে হত্যা করা জায়েজ না।’
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদী) জাবি শাখার সভাপতি মাহাথির মোহাম্মদ বলেন, ‘আবরার ভারতকে বাংলাদেশের সম্পদ তুলে দেওয়ার সমালোচনা করেছে। এটা কি তার অপরাধ ছিল? হত্যা করার পর তাকে শিবির হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তার সমালোচনা করার অধিকার রয়েছে।’






















