অপরাধ ও দুর্নীতি ৯ অক্টোবর, ২০১৯ ১১:১০

ধরা-ছোঁয়ার বাইরে জালিয়াত চক্রের হোতা সোহেল মল্লিক

ডেস্ক রিপোর্ট ।।

ঢাকা ও ঝালকাঠির বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মন্ত্রী, এমপি, সরকারি ও বেসরকারি  বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানের সিল জাল করে বিভিন্ন ধরণের জালিয়াতি করে আসছে সোহেল মল্লিক। অনুসন্ধানে দেখা গেছে, ক্যাসিনো ব্যবসা ও বিভিন্ন ক্যাসিনো থেকে টাকা কালেকশনের কাজও করতেন তিনি।

কে এই সোহেল মল্লিক?

ঝালকাঠি জেলার নলছিটি থানার ঈসাপাশা গ্রামের মফিজুর রহমান মল্লিক এর ছেলে সোহেল মল্লিক ওরফে জালিয়াত সোহেল মল্লিক নামে পরিচিত।

দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে চাকুরী দেয়ার নাম করে টাকা আত্মসাৎ ও ভুয়া সিল তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করেন তিনি। 

সূত্র জানায়, কিছুদিন আগে ঢাকার মহাখালী এলাকায় কিছু সংখ্যাক মানুষের কাছ থেকে সরকারি চাকুরী দেয়ার নাম করে মোটা অংকের টাকা আত্মসাৎ করে সোহেল মল্লিক।

খোঁজ নিয়ে জানা যায় যে, গত কয়েক মাস আগে সোহেল মল্লিক এর কাছে থাকা অবৈধ অস্ত্র ও বিভিন্ন মন্ত্রণালয়ের জাল সিলসহ ঢাকার মগবাজার ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়। সে সময় তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় করা মামলার নাম্বার ৬১ এবং ভূমি দখলের অপর একটি মামলা করা হয় নলছিটি থানায় (মামলা নং ২০/১৯)।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, ঝালকাঠির নলছিটি থানায় এই সোহেল মল্লিক এর নামে একাধিক জালিয়াতি এবং ভূমি দখলের মামলা রয়েছে। সোহেল মল্লিক তার এই অবৈধ টাকা দিয়ে নলছিটি থানার ঈসাপাশা গ্রামে গড়ে তুলেছেন আলিশান বাড়ি।

 

সূত্র: ভিন্ন বার্তা