অপরাধ ও দুর্নীতি ১১ অক্টোবর, ২০১৯ ০৬:১৭

বুয়েটে প্রশাসন সতর্ক থাকলে আবরার হত্যা হতো না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কর্তৃপক্ষ সতর্ক থাকলে আবরার ফাহাদ হত্যাকাণ্ড সংঘটিত হতো না।

শুক্রবার (১১ অক্টোবর) তেজগাঁওয়ের টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডাক না দিলে তারা কিন্তু ভেতরে প্রবেশ করে না। বুয়েটে প্রশাসনের এই জায়গাটিতে আরও সতর্ক হওয়া উচিত ছিল। তারা আরেকটু সতর্ক থাকলে হয়তো এই ধরনের ঘটনা নাও ঘটতে পারত।'