অপরাধ ও দুর্নীতি ১৫ অক্টোবর, ২০১৯ ০৫:১৫

দুদিন শিথিলের পর ফের আন্দোলনে বুয়েট শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট।। 

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় আন্দোলন শিথিল থাকলেও সহপাঠী হত্যার দ্রুত বিচার সহ ১০ দফা দাবি বাস্তবায়নে আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) আবারও মাঠে নামবেন বুয়েটের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে, আন্দোলনের বিষয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে সোমবার (১৪ অক্টোবর) সকাল-বিকেল মিলিয়ে দুইধাপে বুয়েটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার কারণে আন্দোলন শিথিল করে শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে থেকে গণস্বাক্ষর সংগ্রহ করেন আন্দোলনকারীরা।

ছাত্রদের আন্দোলনের মুখে ছাত্ররাজনীতি বন্ধসহ ৫ দফা দাবি মেনে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর বাকি ৫ দফা দাবি মেনে নেয়া পর্যন্ত তারা এ আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা।