নিজস্ব প্রতিবেদক।।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা কর্তৃক ৮০ টি স্বর্ণবার (৯.৩২৮ কেজি) উদ্ধার।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এ শিফট কর্তৃক ০৩-০৮-১৯ তারিখ সন্ধ্যা ৬.২০ ঘটিকায় ৮০ টি স্বর্ণবার (৯.৩২৮ কেজি) উদ্ধার করা হয়।
এর আগে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের গোপন সংবাদ ও নির্দেশনা মোতাবেক গোয়েন্দা দল জানতে পারে ৯ নম্বর বোর্ডিং ব্রিজের নিচে আবর্জনা ফেলার ঝুড়ির ভিতরে কালো স্কচটেপে মোড়ানো পরিত্যক্ত অবস্হায় চোরাচালানের উদ্দেশ্যে স্বর্ণ রাখা আছে। এর প্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দা দল ৯নং বোর্ডিং ব্রিজের নিচে আবর্জনা ফেলার ঝুড়ির ভিতরে কালো স্কচটেপ এ মোড়ানো পরিত্যক্ত (মালিক বিহীন )অবস্হা থেকে তা উদ্ধার করে । পরবর্তীতে কাস্টমস হাউজের ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্হার উপস্হিতিতে স্কচটেপ খুলে তার ভিতরে ৮০ টি স্বর্ণবার ( ৯.৩২৮ কেজি ) পাওয়া যায় ।
উদ্ধারকৃত স্বর্ণবার এর মোট মূল্য ৪ কোটি ৬৬ লক্ষ ৪০ হাজার টাকা (প্রায়)। উদ্ধারকৃত স্বর্ণবারের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।






















