ডেস্ক রিপোর্ট।।
মুসল্লি কমে যাওয়ায় পাবনার চাটমোহর উপজেলার চকউথুলি গ্রামে নতুন মসজিদের দরজায় তালা ঝুলিয়ে দিয়েছেন পুরাতন মসজিদের মুসল্লিরা। এসময় মসজিদের ইমামকে লাঞ্ছিত করে বের করে দেয়া হয়েছে। শুক্রবার জুমার নামাজ শুরুর আগে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গ্রামটিতে আগে থেকেই একটা মসজিদ ছিল। সেখানেই গোটা গ্রামের মুসল্লিরা নামাজ আদায় করতেন। কিন্তু কিছুদিন আগে পুরাতন মসজিদ থেকে মাত্র ২০০ গজ দূরে আরেকটি নতুন মসজিদ নির্মাণ করেন গ্রামের একটি অংশের লোকজন।
আর এ বিষয়টি নিয়ে গ্রামের লোকজনও দুভাগে ভাগ হয়ে পড়ে। গতকাল উভয়পক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে ওই ঘটনা ঘটে।
উপজেলার মুলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল হোসেন বলেন, ‘আহামরি কিছু ঘটেনি। নতুন মসজিদ হওয়ায় পুরাতন মসজিদে মুসল্লি কমে যাওয়ায় ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটেছে।’
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সজীব শাহরিন বলেন, ‘পুলিশ পাঠানো হয়েছিল। তালা খুলে দেওয়া হয়েছে। এখন পরিবেশ শান্ত।’






















