অপরাধ ও দুর্নীতি ২০ অক্টোবর, ২০১৯ ০৭:০৩

ভোলায় পুলিশ ও এলাকাবাসী সংঘর্ষে আহত ৫০, নিহত ১

ডেস্ক রিপোর্ট।। 

ভোলার বোরহানউদ্দিনে পুলিশের সঙ্গে এলাকাবাসী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। হযরত মোহাম্মদ (স.) নিয়ে ফেইসবুকে কটূক্তি করায় শনিবার বিপ্লব বিশ্বাস নামের এক যুবককে আটক করে বোরহানউদ্দিন থানা পুলিশ। কটূক্তির এই ঘটনার জেরে আজ রবিবার সকাল ১০ ঘটিকার দিকে এলাকাবাসী বোরহানউদ্দিন থানা ঘেরাও করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়, আহত হয় প্রায় অর্ধশতাধিক।আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। এখনো থেমে থেমে চলছে সংঘর্ষ।  

এদিকে হাসপাতালে আহতদের নিয়ে আসার পর পুলিশের সঙ্গে এলাকাবাসীর উত্তেজনা বিরাজ করছে।