অপরাধ ও দুর্নীতি ৩ নভেম্বর, ২০১৯ ০৭:২৯

শিয়ালের মাংস বিক্রি করায় ৬ মাসের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট ।।

ফেনীর শর্শদী ইউনিয়নের ফতেহপুর এলাকায় শিয়ালের মাংস বিক্রির দায়ে জাহাঙ্গীর আলম (৪৮) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর রেলক্রসিং সংলগ্ন এলাকায় শিয়ালের মাংস বিক্রি করছিল জাহাঙ্গীর। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশের টহল দল ঘটনাস্থল থেকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বন্যপশু শিকার ও এর মাংস বিক্রির দায়ে জাহাঙ্গীরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। জাহাঙ্গীর ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত শহিদুর রহমানের ছেলে।

ফেনী মডেল থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।