ডেস্ক রিপোর্ট।।
রাজধানীর ধানমন্ডির জোড়া খুনের সন্দেহভাজন সেই গৃহকর্মীকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ওসি আব্দুল লতিফ।
তিনি জানান,জোড়া খুনের ঘটনায় সন্দেহভাজন গৃহকর্মীর নাম সুরভি আক্তার নাহিদা। রবিবার (৩ অক্টোবর) রাতে পশ্চিম আগারগাঁও এলাকা থেকে স্থানীয় লোকজন সুরভিকে আটক করে। পরে শেরেবাংলানগর থানা পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। খবর পেয়ে ধানমন্ডি থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্যদের আটক করতে অভিযান চলছে। এ নিয়ে এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
গত শুক্রবার রাতে ধানমণ্ডির ২৮ নম্বর সড়কের বহুতল ভবন থেকে এক বৃদ্ধা ও তার গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়। তাদের দুজনকেই গলা কেটে হত্যা করা হয়।






















