অপরাধ ও দুর্নীতি ৪ নভেম্বর, ২০১৯ ০৯:২২

টাঙ্গাইলে মাদকসেবীর হাতে আরেক মাদকসেবী খুন

ডেস্ক রিপোর্ট।।

সোমবার (৪ নভেম্বর) টাঙ্গাইলের সখীপুরে মাদকের জন্য ময়নাল হক (৩৩) নামের একজনকে আরেক মাদকসেবীকে পিটিয়ে খুনের অভিযোগে রাজু আহমেদকে (২৯) গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, পৌরশহরের কাঁচাবাজার এলাকার রমজান আলীর ছেলে রাজু আহমেদ টাকা দিয়ে মাদকদ্রব্য কিনতে পাঠায়। ময়নাল সে টাকা দিয়ে মাদকদ্রব্য না কিনে নিজেই খরচ করে। পরে ময়নালের ভাড়াটিয়া বাসা হতে আসার পথে পৌর শহরের ৫নং ওয়ার্ডের ওমর মাস্টারের বাড়ির কাছে মাদকাসক্ত রাজু আহমেদ ময়নালের কাছে হেরোইন চায় এবং এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে রাজু ক্ষিপ্ত হয়ে ময়নালকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এতে সে গুরুতর আহত হয়। এরপর তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে ময়নালকে সকালে বাসায় নিয়ে যাওয়া হয়। ওইদিন সন্ধ্যায় ময়নালের অবস্থার অবনতি হলে তাকে পুনরায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ময়নাল কালিহাতী উপজেলার পলাশতলী এলাকার মৃত আ. খালেক মিয়ার ছেলে। সে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাঁচাবাজার সংলগ্ন ভাড়া বাসায় থাকতো। এ ঘটনায় ৩ নভেম্বর (রোববার) নিহত ময়নালের স্ত্রী আর্জিনা বেগম বাদী হয়ে একই ওয়ার্ডের মৃত রমজান আলীর ছেলে রাজু আহমেদকে একমাত্র আসামি করে মামলা করেন। পুলিশ ওইরাতেই হত্যা মামলার একমাত্র আসামি রাজু আহমেদকে গ্রেফতার করে। মামলার বাদী নিহত ময়নালের স্ত্রী আর্জিনা বেগম ঘাতক রাজু আহমেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন, ময়নাল হত্যা মামলার একমাত্র আসামি রাজুকে গ্রেফতার করে সোমবার (৪ নভেম্বর) সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।