শেয়ার বাজার ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০৩:২১

এডিএন টেলিকমের সাড়ে ২৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি এডিএন টেলিকমের দুই উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটের মাধ্যমে বর্তমান বাজার মূল্যে তারা বিশাল এ শেয়ার বিক্রির উদ্যেগ হাতে নিয়েছে।         

তথ্য অনুযায়ী, এই দুই উদ্যোক্তা মোট ২৫ লাখ ৫৭ হাজার ৫০০ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা আবু ইউসুফ জাকারিয়ার কাছে থাকা ১৭ লাখ ৫ হাজার শেয়ার বিক্রি করবেন। অপর উদ্যোক্তা মো. আলী সরকারের কাছে থাকা ১৭ লাখ ৫ হাজার শেয়ার থেকে ৮ লাখ ৫২ হাজার ৫০০ শেয়ার বিক্রি করবেন। 

শেয়ার কেনাবেচার সবচেয়ে মূল সূত্র হচ্ছে, “কমে কিনুন, বেশিতে বিক্রি করুন”। এখানে মূল ধারণাটা হচ্ছে যে, শেয়ার যখন আন্ডারভ্যালুড (শেয়ারের মার্কেট প্রাইস তার মূল প্রাইসের চেয়ে কম) থাকবে তখন কিনুন আর ওভারভ্যালুড (শেয়ারের মার্কেট প্রাইস তার মূল প্রাইসের চেয়ে বেশি) হলে বিক্রি করে দিন। 

আমাদের কাগজ/এমটি