নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে শিক্ষার্থীদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে চলতি শিক্ষাবর্ষে (২০১৯-২০) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর উন্নয়ন ফি ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।
আজ বৃহস্পতিবার বিকেলে সিন্ডিকেটের এক নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে থাকা দুজন সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত আসন্ন শীতকালীন ক্লাস ছুটি ১৭ দিনের পরিবর্তে ৭দিন করা হয়েছে। আর গ্রীষ্মকালীন ছুটি ৪০ দিনের পরিবর্তে ২০ দিন করা হয়েছে৷






















