ডেস্ক রিপোর্ট
উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পড়তে যান অনেকেই। এই পড়াশোনা বিনা মূল্যে করতে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যের বৃত্তির ব্যবস্থা করে থাকে। এবারে তেমনি একটি বৃত্তির আলোচনা করা হবে যেগুলো পড়তে পকেট থেকে এক পয়সাও খসবে না শিক্ষার্থীদের।
বিদেশে অনেক বৃত্তি আছে। সেগুলোর মধ্যে কয়েকটিকে সেরা মনে করেন অনেকেই। এটিতে দ্বিমত থাকতে পারে। তবে এমন একটি বৃত্তির সুযোগ আছে যা পেলে বিনা মূল্যে পড়া যাবে। আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে এ বৃত্তি দেওয়া হয়। এ বৃত্তি এ মাসে এবং আগামী মাসের মধ্যে আবেদনের সময় শেষ হয়ে যাবে।
এসব বৃত্তিতে আবেদন থেকে শুরু করে পড়া শেষ পর্যন্ত শিক্ষার্থী নানা সুযোগ–সুবিধা পেয়ে থাকেন। প্রতিবছর ৪ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের এসব বৃত্তিতে শিক্ষার্থীরা টিউশন ফি, মেডিকেল ফি, ভিসা ফি এবং মাসে হাত খরচের অর্থও পান। বিশ্বের সেরা এসব বৃত্তির তালিকায় মধ্যপ্রাচ্যের দেশ কাতারের হাম্মাদ বিন খলিফা ইউনির্ভাসিটি স্কলারশিপ, আইডিবি স্কলারশিপ, ক্যামব্রিজ গেটস স্কলারশিপ, সাস্কাচুয়ান বৃত্তি, কমনওয়েলথ বৃত্তি, ইসলামিক ডেভেলভমেন্ট ব্যাংক স্কলারশিপ, আজারবাইজার সরকারি বৃত্তি ও স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ।
যারা আবেদন করতে পারবেন:
ইসলামিক উন্নয়ন ব্যাংক এ বছরের বৃত্তির জন্য আবেদন আহ্বান করেছে। বিনা মূল্যে স্নাতক, মাস্টার্স, পিএইচডি ও পোস্ট ডক্টরাল গবেষণা প্রোগ্রাম অধ্যয়নের জন্য বিশ্বের অন্যতম বৃহত্তম একটি বৃত্তি ইসলামি উন্নয়ন ব্যাংক বৃত্তি। বৃত্তিমূলক শিক্ষার জন্য সর্বাধিক অর্থায়নের একটি বৃত্তি হলো আইএসডিবি বৃত্তি। এ স্কলারশিপের আবেদনের জন্য কোনো ফি নেওয়া হয় না। প্রায় সব বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি প্রোগ্রামে বৃত্তি দেয় আইডিবিএস। আইডিবিএস বৃত্তিটি নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্যই ডিজাইন করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ বৃত্তির জন্য আবেদন করা যাবে। মুসলিম বিশ্বের ৫৭টি দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বছরের ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত আবেদন করা যাবে এ বৃত্তির জন্য।
ইসলামিক ডেভেলপমেন্ট উন্নয়ন ব্যাংক স্কলারশিপের বিস্তারিত পাওয়া যাবে https://opportunitydesk.info/islamic-development-bank-scholarship-for-students/ এ লিংকে।






















