শিক্ষা ৪ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৩০

চলে গেলেন নটর ডেম কলেজের সাবেক অধ্যক্ষ

জেএস পিশোতো

জেএস পিশোতো

নিজস্ব প্রতিবেদক

নটর ডেম কলেজের সাবেক অধ্যক্ষ ফাদার জেএস পিশোতো আর নেই আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর রামপুরার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর তিনি দীর্ঘ ২৩ বছর নটর ডেম কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন ৫০ বছরের বেশি সময় ধরে শিক্ষকতা করা শিক্ষাবিদ মৃত্যুর আগ পর্যন্ত নটর ডেম ইউনিভার্সিটির ট্রেজারার ছিলেন

ফাদার জেএস পিশোতোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক জ্যোতি এফ গমেজ বলেন, জেএস পিশোতো হৃদরোগে ভুগছিলেন এজন্য তিনি বাংলাদেশ থাইল্যান্ডে চিকিৎসা নিয়েছেন

তিনি জানান, গত ডিসেম্বরে ফাদার পিশোতো করোনায় আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন পরে তিনি সুস্থ হয়ে বাসায় ছিলেন বৃহস্পতিবার সকালে তার দরজায় ধাক্কা দিয়েও সাড়া পাওয়া যায়নি পরে সকাল ৯টার দিকে চিকিৎসককে খবর দিলে এসে দেখেন ফাদার পিশোতো মারা গেছেন

জ্যোতি এফ গমেজ জানান, ফাদার পিশোতোর মরদেহ আজ ৩টার দিকে নটর ডেম কলেজ ইউনিভার্সিটিতে এবং ৬টার দিকে রমনা ক্যাথেড্রালে নেয়া হবে শুক্রবার সকাল ৯টার দিকে তার মরদেহ নেয়া হবে তেজগাঁও চার্চ প্রাঙ্গণে পরে গাজীপুরের জয়দেবপুরের পুবাইলে মরদেহ সৎকার করা হবে