নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে সভাপতি হিসেবে জায়গা পেয়েছেন আরিফুল রহমান দোলন এমদাদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইমাম হোসেন।
শুক্রবার (২৮ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে তিতুমীর কলেজ ছাত্রদলের নবাগত সভাপতি আরিফুল রহমান দোলন এমদাদ বলেন, তিতুমীর কলেজ ছাত্রদল আগে যেমন সক্রিয় ছিল, এখনো সক্রিয় থেকে কাজ করবে। ছাত্রদল বাংলাদেশের ছাত্রদের ভালোবাসার একটি দল। তাই ছাত্রদের প্রত্যাশা পূরণে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সবসময় এগিয়ে আসবে।
আমাদেরকাগজ/এইচএম





















