নিজস্ব প্রতিবেদক: কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার (৬ নভেম্বর) বিকেলে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০২২ সালের এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা-১ নতুন ও পুরাতন সিলেবাসের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষার সময়সূচী পরে জানানো হবে।’
এ প্রসঙ্গে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ বলেন, আমাদের একাদশ শ্রেণিতে এ বছর নতুন সিলেবাসে পরীক্ষা হতে যাচ্ছে। কিন্তু ভুল করে পুরনো সিলেবাসে প্রশ্ন ছাপা হয়েছে। নতুন প্রশ্নপত্র তৈরি করা হবে এবং আগামী দুই-এক দিনের মধ্যে তারিখ ঘোষণা করা হবে।
আমাদেরকাগজ/এইচএম






















