নিজস্ব প্রতিবেদক: আগামী ১ ফেব্রুয়ারি থেকে একাদশ শ্রেণি শুরু হতে যাচ্ছে। এর আগে অনলাইনে আবেদনের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ৮ থেকে 1১৫ ডিসেম্বর পর্যন্ত প্রথম রাউন্ডের আবেদন শুরু হবে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নীতিমালা চূড়ান্ত করা হয়। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে কার্যত যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মানি বৈঠকে কারিগরি ও মাদ্রাসা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবুবকর সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাধারণ শিক্ষায় এবারও মোট ৩ দফা আবেদন নেয়া হবে। প্রথম দফায় আবেদন প্রক্রিয়া শেষ করা হবে ১৫ ডিসেম্বর। এভাবে আরও দুই দফা আবেদন নেওয়া হলেও ভর্তির কাজ শেষ করা হবে ২৬ জানুয়ারি। ১ ফেব্রুয়ারি ভর্তিকৃতদের উচ্চ মাধ্যমিকের জীবন শুরু হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত নীতিমালা সোমবার প্রকাশ করা হবে। তবে শিক্ষার্থীরা এবারও এসএমএসে কোনো আবেদন করতে পারবে না। অনলাইনে আবেদনে সর্বনিম্ন ৫টি আর সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ তালিকায় দেবে। ভর্তির আসন বণ্টন করা হবে সম্পূর্ণরূপে মেধার ভিত্তিতে। অর্থাৎ বোর্ডে সংরক্ষিত শিক্ষার্থীদের নম্বরের ভিত্তিতে সফটওয়্যার স্বয়ংক্রিয় পদ্ধতিতে সিট বন্টন করবে। ম্যানুয়ালি হওয়ার সুযোগ নেই।
আমাদেরকাগজ/এইচএম





















