শিক্ষা ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ০৭:১০

চবিতে সাংবাদিক হেনস্তা: ছাত্রলীগ নেতা বহিষ্কার

চবি প্রতিনিধি: পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে হেনস্তার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মারুফ ইসলামকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

আজ রোববার বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয়- এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী একই সঙ্গে ছাত্রলীগের বিভিন্ন শাখার মোট ২০ নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বহিষ্কৃত ২০ জনের একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মারুফ ইসলাম। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১২-২০১৩ সেশনের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের ভার্সিটি এক্সপ্রেস গ্রুপের অনুসারী। এই গ্রুপ চট্টগ্রাম নগরীর সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় চারুকলা ইন্সটিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে আন্দোলনরত চারুকলা বিভাগের শিক্ষার্থীদের ওপর হামলা চলাকালে সেখানে সংবাদ সংগ্রহের জন্য যান দৈনিক সমকালের প্রতিবেদক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মারজান আক্তার। এসময় পেশাগত দায়িত্ব পালনকালে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীদের হাতে হেনস্তার শিকার হন দৈনিক সমকালের প্রতিবেদক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মারজান আক্তার। ওই সাংবাদিকের পথরোধ করে তারা মোবাইল থেকে ফুটেজ মুছে ফেলার হুমকি দেন।

আমাদেরকাগজ/এইচএম