আমাদের কাগজ ডেস্ক: চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ২ লাখ ৫৮ হাজার ২ জন পরীক্ষার্থী। এ বছর ২৬৫টি কেন্দ্রে ২ হাজার ৬৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেবে। তাদের মধ্যে রাজশাহীতে ছয় জন কারাবন্দি এবারের এসএসসি পরীক্ষা অংশ নিচ্ছেন বলে জানা গেছে।
এই শিক্ষাবোর্ডের অধীনে তারা বিভিন্ন কারাগার থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন।রোববার (৩০ এপ্রিল) রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মঞ্জুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মঞ্জুর রহমান খান বলেন, রোববার সকাল থেকে সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরুর প্রথম আধা ঘণ্টা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। এ বছর রাজশাহী শিক্ষাবোর্ড থেকে ছয়জন কারাবন্দি ও ৪৭ জন প্রতিবন্ধী শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
তিনি আরও বলেন, এ বছর এসএসসি পরীক্ষায় ২ লাখ ৫৮ হাজার ২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। ২৬৫টি কেন্দ্রে ২ হাজার ৬৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেবে।
প্রসঙ্গত, এদিকে রোববার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে রাজধানীর বাড্ডা হাই স্কুল কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট কেন্দ্র ৭১৬টি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ৮৫টি। কারিগরি শিক্ষাবোর্ডে মোট কেন্দ্র ৮৫০টি এবং মোট শিক্ষাপ্রতিষ্ঠান ২ হাজার ৯২৭টি। প্রসঙ্গত, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ২০৭ টি এবং কেন্দ্র বেড়েছে ২০ টি।
আমাদের কাগজ/এমটি






















